| বুধবার, ২২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
মঙ্গলবার (২১ মার্চ) রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সম্প্রতি রেলওয়ের আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুধু তাই নয়, এবার কাউন্টারে কোনো বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামীতে শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। প্রস্তুতি হিসেবে এবারের ঈদকে বেছে নেওয়া হয়েছে।
Posted ১২:১৯ এএম | বুধবার, ২২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।