খেলাধুলা ডেস্ক | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 14 বার পঠিত

শনিবার বিকেলে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের ভারত ম্যাচের প্রস্তুতি অনুশীলন ছিল। তবে অনুশীলনের আগে হামজার আশেপাশে দেখা গেল দুই বিদেশি নাগরিক। তারা আর কেউ নন, বাংলাদেশ ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি থেকে আসা মিডিয়া টিমের সদস্য। ইংলিশ ক্লাবটি হামজাকে নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি (তথ্যচিত্র) নির্মাণ করছে, যার শ্যুটিং করতেই তারা সরাসরি ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন।
টিম বাস থেকে নামার সময়ই লেস্টারের প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে কথা বলেন হামজা। এরপর দলের অনুশীলন শুরুর আগে মিডিয়ার মুখোমুখি হন আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম।
লেস্টার সিটির ভিডিও প্রডিউসার ড্যান টাগট সংবাদমাধ্যমকে জানান, এই তথ্যচিত্রের জন্য তারা ইংল্যান্ডে হামজার অংশের শ্যুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘হামজার ওপর ডকুমেন্টারি করতে আমরা বাংলাদেশে এসেছি। এখন বাংলাদেশে চার দিন থাকব। ভারত ম্যাচের পরের দিনই চলে যাব। এটা (ডকুমেন্টারি) লেস্টারের ইউটিউব চ্যানেলে মাসখানেক পর প্রচার হবে।’
লেস্টারে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় থাকলেও হামজাকে কেন বেছে নেওয়া হলো? এই প্রশ্নের জবাবে টাগট বলেন, ‘আসলে হামজা এবং লেস্টার প্রায় সমার্থক। তার বেড়ে ওঠা লেস্টারে এবং তিনি সেখানে সবার প্রিয়, আবার বাংলাদেশেও তার বিশাল জনপ্রিয়তা। হামজার মুখে আগে শুনেছি, আজ দেশে এসে এত মিডিয়ার উপস্থিতি এবং (নেপালের বিপক্ষে ম্যাচের) চার মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনে বেশ বিস্মিত হয়েছি।’
হামজার প্রভাবে লেস্টার সিটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় পরিবর্তন এসেছে। ক্লাবের ফেসবুক পেজে বাংলাদেশি সমর্থকদের প্রতিক্রিয়া বহুগুণে বেড়েছে। এমনকি এখন ম্যাচের সূচি বাংলাদেশের টাইম জোনেও প্রকাশ করা হয়। টাগট বলেন, ‘হামজার জন্য বাংলাদেশের অনেক মানুষ লেস্টারকে অনুসরণ করছে। মানুষের আগ্রহের জন্যই স্বাভাবিকভাবে বাংলাদেশের টাইম জোন যুক্ত হয়েছে।’
ড্যান টাগটের সঙ্গে এসেছেন লেস্টারের নিরাপত্তা কর্মী জ্যা ম্যান। তিনি হামজার বিনয়ী আচরণের প্রশংসা করে বলেন, ‘সে খুবই হাসিখুশি পূর্ণ মানুষ। আমি তাকে খুব ছোট থেকে চিনি, যখনও সে তারকা হয়নি।’
লেস্টার সিটি এর আগে তাদের আরেক তারকা আব্দুল ফাতাউর ডকুমেন্টারি করতে ঘানায় গিয়েছিল। এবার হামজার টানে তারা পা রাখল বাংলাদেশে।
Posted ৪:৫৩ পিএম | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।