| মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক শিক্ষক শামীম শিকদার আর নেই। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মঙ্গলবার বিকেল ৪টা ৪১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম শিকদার মারা যান।
হাসপাতালের জনসংযোগ কর্মকমর্তা আরিফ হোসেন দৈনিক বাংলাকে বলেন, আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন শামীম শিকদার। হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। বিকেলে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এরপর তার মৃত্যু হয়।
শামীম শিকদার এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে গত ২০-২৫ দিন আগে তিনি ছাড়পত্র পান।
শামীম শিকদার দুই সন্তান রেখে গেছেন। তারা লন্ডনে বসবাস করেন। মোহাম্মদপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত হবে। এর আগে, তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।
শামীম সিকদার ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য নির্মাণ করেন। তারও আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।
ভাস্কর্যশিল্পে অবদানের কারণে ২০০০ সালে তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে সরকার।
শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ললিতকলা অনুষদের একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।
শামীম শিকদার দুই সন্তান রেখে গেছেন। তারা লন্ডনে বসবাস করেন। মোহাম্মদপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত হবে। এর আগে, তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।
Posted ২:৪১ পিএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।