| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
দেশের বাজারে রেকর্ড বৃদ্ধির পর এবার সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমছে। হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৯৭ হাজার ১৬১ টাকা। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ১৬১ টাকা, আগে যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেট সোনার দাম কমিয়ে প্রতি ভরির দাম করা হয়েছে ৯২ হাজার ৬৯৭ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম কমিয়ে প্রতি ভরির দাম করা হয়েছে ৭৯ হাজার ৪৬৩ টাকা।
Posted ২:৫৯ পিএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।