শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘সবাইকে সমান দৃষ্টিতে দেখছে অন্তর্বর্তী সরকার’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

‘সবাইকে সমান দৃষ্টিতে দেখছে অন্তর্বর্তী সরকার’

বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিককে সমান দৃষ্টিতে রেখে সবার অংশগ্রহণে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মতামতের ভিত্তিতে আমি মনে করি যে, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের। সবার অংশগ্রহণে রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভ‚খণ্ড তৈরি হয়। এটিই আমাদের মাতৃভ‚মি। বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, যার সক্রিয় সহযোগিতায় ১৯৭১ সালে ৯ মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 

বিবৃতিতে আরও বলা হয়, এদেশে বিগত সরকারের আমলে এক শ্রেণির অসৎ দলীয় নেতাকর্মী, সাংসদ, মন্ত্রী, সরকারি আমলা ও তাদের দোসরদের সৃষ্ট ব্যাপক দুর্নীতি হয়েছে। অর্থ আÍসাৎ ও বিদেশে এদেশের সম্পদ পাচারসহ নানা ধরনের অন্যায় ও উন্নয়নবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনা খুবই দুঃখজনক। 

বর্তমান সরকারের প্রতি আমাদের উদাত্ত আহবান, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা। বিগত শাসনামলে সরকারের অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেশে দ্রুত শান্তি -শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট ভ‚মিকা পালন করার জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহবান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি উদার ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এখানে আবহমানকাল থেকে ধর্মীয় ক্ষেত্রে উদারতা নিয়ে সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করে আসছে। এতে এ দেশের মানুষ অত্যন্ত সৌহার্দ ও সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট হবে বলে আমরা আশাবাদী।

ইতোপূর্বে দেশে বিভিন্ন সরকারের শাসনামলে এক শ্রেণির মানুষ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপপ্রয়াসে লিপ্ত ছিল, সেটিও খুবই দুঃখজনক।

উপাচার্য বিবৃতিতে বলেন, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে সেদেশের কিছু হামলাকারী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, যা মোটেও কাম্য নয়।

Facebook Comments Box

Posted ৩:১৭ এএম | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।