নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 24 বার পঠিত
সকল অপশক্তি তথা রাষ্ট্রবিরোধী সংঘাতে জড়িতদের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা করতে হলে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা)।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের পচামারিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল ওয়াদুদ এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তৃণমূল পর্যায় থেকে আওয়ামী লীগের সবাই স্থানীয় জনগণকে সাথে নিয়ে অপশক্তিকে মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, ‘নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে নাশকতা-নৈরাজ্য রুখে দিতে সরকারকে সহায়তা করুন। যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা এখনও গুজব সন্ত্রাস করছে তাদের চিহ্নিত করে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ভালো যারা চায় না এবং দেশের উন্নয়ন যাদের চক্ষুশূল তারাই গত কয়েক দিনে দেশের সম্পদ নষ্ট করার পৈশাচিক আনন্দে মেতে পুরো বিশ্বকে স্তম্ভিত করেছে। জামায়াত-শিবির-বিএনপির ভাড়াটে সন্ত্রাসীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। কী করেনি এরা! জনগণের গর্বের মেট্রো রেলে আগুন দিয়েছে, রাষ্ট্রায়ত্ত বিটিভিতে আগুন দিয়েছে। বিআরটিএ ভবন, সড়ক ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা কিচ্ছু বাদ যায়নি তাদের নারকীয় তাণ্ডবের হাত থেকে।’
প্রতিমন্ত্রী ওয়াদুদ এসময় তার বক্তব্যে প্রশ্ন রেখে যোগ করেন, ‘সরকার প্রথম থেকেই ছাত্রদের আন্দোলনের প্রতি সহমত প্রকাশ করেছে। ছাত্রদের যে দাবি ছিল, তার চেয়েও বেশি তারা পেয়েছে। ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের জন্য আদালত রায় দিয়েছেন। প্রজ্ঞাপন হয়েছে। এরপরেও কীসের জন্য নারকীয় তাণ্ডব চালানো হলো? কারা চালালো? কারা আন্দোলনের নামে নাশকতা, জ্বালাও-পোড়াও করে দেশের হাজার-হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করলো?’
তিনি আরও বলেন, ‘সরকার এসব নাশকতাকারীদের আইনের আওতায় আনবেই। কারণ, আন্দোলনকে পুঁজি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কারোই কাম্য নয়।’
এর আগে প্রতিমন্ত্রী শুক্রবার পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর কোটাবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য গোলাম ফারুক এবং শিলমাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন্সহ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুঠিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
Posted ৬:১৯ পিএম | শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।