মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রিজভী কারাগারে আবারও অসুস্থ : রিজভীর স্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   4 বার পঠিত

রিজভী কারাগারে আবারও অসুস্থ : রিজভীর স্ত্রী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়ে পড়েছেন কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজনভ্যানে করে কেরাণীগঞ্জের কেন্দ্রীয়

কারাগারে নেওয়ার পথেই অসুস্থ হন বলে জানান রিজভী আহমেদের সহধর্মিণী আরজুমান আরা বেগম।

এ অবস্থায় ঈদের আগে শুধু নয়, যত দ্রুত সম্ভব রিজভী আহমেদকে মুক্তি দিয়ে উন্নত হাসপাতালে চিকিৎসার দাবি জানান তিনি।

রিজভী আহমেদের স্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে তার স্বামী রুহুল কবির রিজভী আহমেদকে প্রিজনভ্যানে করে কেরাণীগঞ্জের কারাগার থেকে পুরান ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে একইভাবে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মূলত দুপুর ১২টায় তো প্রচণ্ড রোদ। এমনতিইে রিজভী আহমেদ একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। তার ওপর প্রচণ্ড রোদের সময় প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার কারণে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। শুনেছি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন রিজভী আহমেদ। তাছাড়া আদালতে তাকে খুবই কাহিল দেখাচ্ছিল বলে জানান তিনি।

আরজুমান আরা বেগম বলেন, রিজভী আহমেদের অসুস্থতার খবর শোনার পর কারাগারে চিকিৎসককে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

রিজভীর অসুস্থতার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এর আগেও কারাগারে ও আদালতে রিজভীর সঙ্গে দেখা করতে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন আরজুমান আরা বেগম। অনতিবিলম্বে রুহুল কবির রিজভীকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানান তার স্ত্রী আরজুমান আরা।

ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চালানো ক্রেকডাউনের সময় পুলিশ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। সেখান থেকে রিজভী আহমেদকেও আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।