| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (৭ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় পুলিশের মুখপাত্র মার্টিন স্যান্ডোভাল গণমাধ্যমকে বলেন, অভিবাসীদের থাকার জন্য তৈরি একটি ভবনের বাইরে বাস থামার স্থানে লোকজন অপেক্ষা করছিল। এ সময় একটি গাড়ি তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
চাপা দেওয়ার পর ওই গাড়ির চালককে আটক করে আশপাশের লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Posted ৩:৩৬ এএম | সোমবার, ০৮ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।