| মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
এক দিন বয়সি ব্রয়লার মুরগির বাচ্চার খুচরা মূল্য ৫২ টাকা এবং একদিন বয়সি লেয়ার মুরগির বাচ্চার (বাদামি এবং সাদা) খুচরা মূল্য ৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একে ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে পোল্ট্রি সেক্টরের স্টেকহোল্ডারদের নিয়ে এক দিন বয়সি মুরগির বাচ্চা ও ডিমের মূল্য সহনীয় রাখতে মূল্য নির্ধারণ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এক দিন বয়সি ব্রয়লার মুরগির বাচ্চার সর্বোচ্চ খুচরা মূল্য ডিলার কমিশনসহ ৫২ টাকা এবং এক দিন বয়সি লেয়ার মুরগির বাচ্চার (বাদামি এবং সাদা) সর্বোচ্চ খুচরা মূল্য ডিলার কমিশনসহ ৫৭ টাকা নির্ধারণ করা হয়।
বাচ্চার সর্বোচ্চ বিক্রয় মূল্য কার্টনের গায়ে লেখা থাকবে। এ সময় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের পক্ষ থেকে প্রচারমাধ্যমে প্রকাশিত এভিয়ান ইনফ্লুয়েন্জা আক্রান্ত ভারত থেকে ডিম আমদানি না করার জন্য জোরালো প্রস্তাব করা হয়।
Posted ২:১৮ পিএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।