| শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ শনিবার (২০ মে) রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে। এর আগে রাত সাড়ে ১২টায় বিমানবন্দরের টার্মিনাল-২ এর কনকোর্স হলে ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
শনিবার (২০ মে) বিকেলে প্রতিমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে, প্রথম ফ্লাইটে কতজন যাত্রী যাবেন, তা নিশ্চিত বলতে পারেননি আশকোনা হজ অফিসের সংশ্লিষ্টরা। ইমিগ্রেশন হওয়ার পর প্রথম ফ্লাইটের হজযাত্রীর সংখ্যা নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন তারা।
Posted ২:৪৬ পিএম | শনিবার, ২০ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।