| মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগেই অভিযুক্ত হয়েছেন তিনি।
সোমবার স্থানীয় সময় রাতে এ ফৌজদারি অভিযোগটি আনেন অঙ্গরাজ্যের ফালটন কাউন্টি গ্র্যান্ড জুরি।
সব মিলিয়ে দেশটির সাবেক এই প্রেসিডেন্ট চতুর্থ দফা ফৌজদারি অভিযোগের মুখে পড়লেন। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধান, যিনি ফৌজদারি মামলা মোকাবিলা করছেন।
শুধু ট্রাম্পই নন, নতুন এ অভিযোগে তিনি ছাড়া আরও ১৮ জনের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ভোট জালিয়াতিও রয়েছে। অভিযুক্তের মধ্যে রয়েছেন ট্রাম্পের সময়কার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস ও তার আইনজীবী রুডি গিউলিয়ানি।
ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে থাকেন। এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দিয়ে মুখ বন্ধ করা ও ক্যাপিটল দাঙ্গায় উসকানি দেওয়ার ফৌজদারি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যেগুলোর মামলা বর্তমানে বিচারাধীন।
এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়েই আছেন ট্রাম্প। তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণও হয়, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচন করতে পারবেন।
সে ক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করলে নিজেকে ক্ষমা করে দেওয়ার সাংবিধানিক অধিকার পেয়ে যাবেন ট্রাম্প।
Posted ৭:৪৪ এএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।