| সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
খাসজমিতে বসবাসকারী ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। গতকাল রবিবার ঢাকায় এফডিসি মিলনায়তনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের উচ্ছেদের বিষয়টি আরো ভালো করে অনুসন্ধান করা প্রয়োজন ছিল। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়িয়ে বিকেন্দ্রীকরণ করা হলে সেবাগ্রহীতারা উপকৃত হবে। তিনি প্রস্তাবিত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে শাস্তির বিধান কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করার পক্ষে মত দেন।
তিনি বলেন, ভূমিসেবা জোরদারের লক্ষ্যে কল সেন্টারের হটলাইন টোল ফ্রি করা উচিত। প্রয়োজনে এ টোল ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া যেতে পারে। ভূমি ব্যবস্থাপনায় পেশাদারি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসে ভূমি ক্যাডার চালু করতে পারলে ভালো হয়।
আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি ভূমি খাতে দুর্নীতি নিয়ে টিআইবির তথ্যের যথার্থতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। তবে ডিজিটাইজেশন এ খাতে দুর্নীতি কমাতে সহায়ক হবে। এ ছাড়া ভূমির মালিকানা সনদ দেওয়া হলে ভূমিসংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। সরকার দলিল যার, ভূমি তার—এ নীতিতে বিশ্বাস করে। জিপিএসের মাধ্যমে জমির সীমানা ত্রুটিমুক্ত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশের দেওয়ানি মামলার ৭৫ থেকে ৮০ শতাংশই ভূমিসংক্রান্ত। ভূমি জরিপ ট্রাইব্যুনালে প্রায় তিন লাখেরও বেশি মামলা ঝুলছে। ফলে ভুক্তভোগীদের ভূমিসংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভূমি অপরাধ দমনে প্রস্তাবিত ‘ল্যান্ড ক্রাইম অ্যাক্ট’ বাস্তবায়ন যত দ্রুত করা সম্ভব হবে, তত দ্রুত জনদুর্ভোগ কমে আসবে।
‘জনদুর্ভোগ কমাতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’ শীর্ষক ছায়া সংসদে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশকে হারিয়ে সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, এস এম মোর্শেদ, সাংবাদিক আলমগীর স্বপন, মিল্টন আনোয়ার, হাসিফ মাহমুদ শাহ প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিতর্কে অংশগ্রহণকারী দলকে ট্রফি এবং সনদপত্র দেওয়া হয়।
Posted ২:২৬ এএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।