| শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 43 বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা দাখিল করেছেন ফেডারেল প্রসিকিউটররা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আদালতে প্রসিকিউটর ডেভিড ওয়েইস হান্টারের বিরুদ্ধে কর ফাঁকির ৯টি অভিযোগে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্কিমে যুক্ত। কিন্তু স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি তিনি।
Posted ১২:০৩ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।