রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফুটবলকেন্দ্রিক গল্পের সিনেমায় মোশাররফ করিম

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ফুটবলকেন্দ্রিক গল্পের সিনেমায় মোশাররফ করিম

তারকা অভিনেতা মোশাররফ করিম আবারও বড় পর্দায় কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের সহকর্মী নির্মাতা কচি খন্দকার এবার তাঁকে নিয়ে বানাতে যাচ্ছেন সিনেমা,নাম ‘মাই ডিয়ার ফুটবল’।

কচি খন্দকার ও মোশাররফ করিম দুজনের বন্ধুত্ব ও কাজের বোঝাপড়া বহু দিনের। নাটক, টেলিফিল্মসহ অসংখ্য কাজে তাদের এই জুটি দর্শকদের মন জয় করেছে আগেই। এবার সেই সফলতার ধারাবাহিকতায় বড় পর্দায় আসছে নতুন প্রজেক্ট। সিনেমাটি হবে একটি মফস্বল শহরের গল্প। যেখানে ফুটবল শুধু খেলা নয়, মানুষের জীবন, আবেগ ও স্মৃতির অংশ। এই সিনেমার মাধ্যমে ফুটবলকে ঘিরে বেড়ে ওঠা, স্বপ্ন, সংগ্রাম আর সম্পর্কের রং উঠে আসবে বলে জানান নির্মাতা। নামের প্রসঙ্গে কচি খন্দকার জানিয়েছেন, ছোটবেলায় ‘ডিয়ার’ নামে একটি ফুটবল ছিল, যা অনেকের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ঠিক সেই নস্টালজিয়া ও ‘ডিয়ার’ শব্দের অর্থ ‘প্রিয়’ দুটিকে মিলিয়েই নাম রাখা হয়েছে ‘মাই ডিয়ার ফুটবল’।

আগামী বছর জুলাই বা আগস্টে কুষ্টিয়ায় টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর আগে এ বছরের শেষ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা আসবে। মোশাররফ করিম ছাড়াও অন্যান্য চরিত্রে কারা থাকবেন, সে বিষয়ে শিগ্গিরই আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

এর আগেও ফুটবলভিত্তিক টেলিফিল্মে কাজ করেছেন মোশাররফ করিম ও কচি খন্দকার। তবে এবারই প্রথম তারা ফুটবলকেন্দ্রিক গল্প নিয়ে সিনেমা করতে যাচ্ছেন।
এদিকে, সম্প্রতি কচি খন্দকার নির্মিত ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’তেও যুক্ত হচ্ছেন মোশাররফ করিম। নির্মাতা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, খুব শিগ্গিরই তাকে দেখা যাবে নতুন পর্বগুলোতে।

Facebook Comments Box

Posted ৪:৫৭ পিএম | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।