| রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন প্রাণ হারিয়েছেন।
রোববার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী এবং একই পরিবারের সদস্য বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধরমদী গ্রামের বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও মাঈন উদ্দিনের শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর(১৬)।
অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান।
পরে তাবাসসুমকে উদ্ধার করে স্থানীয় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Posted ১১:৩৭ এএম | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।