| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘনের অভিযোগে নিজের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারের মানহানি মামলা করেছেন। ট্রাম্পের অভিযোগ, মাইকেল কোহেন আইনজীবী হিসেবে তার মক্কেলের সর্বোত্তম স্বার্থ রক্ষার দায়িত্ব পালনের নীতি লঙ্ঘন করেছেন। খবর বিবিসির।
কোহেনের ওপর ট্রাম্পের মিত্রদের ক্রমবর্ধমান চাপের মধ্যে এই মামলাটি করা হলো। তিনি নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় মূল সাক্ষী।
গত সপ্তাহে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টির্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ প্রদানের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনেন ম্যানহাটনের একজন প্রসিকিউটর।
কোহেনের মুখপাত্র এবং আইনজীবী ল্যানি ডেভিস বিবিসিকে বলেন, তিনি নিশ্চিত তার মক্কেলের বিরুদ্ধে করা মামলা ব্যর্থ হবে। কারণ এ মামলার অভিযোগ প্রমাণ করা যাবে না।
ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অভিযোগে বলা হয়, কোহেন নিজের সাবেক মক্কেল (ট্রাম্প) এবং তার ব্যবসা ও পরিবারের সদস্যদের নিয়ে ভুল, বানোয়াট ও বিদ্বেষপ্রসূত বিবৃতি দিয়েছেন।
গত ৪ এপ্রিল, ম্যানহাটনের আদালতে হাজির হন ট্রাম্প। তিনি প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
কোহেন অবশ্য আদালতে স্বীকার করেছেন, ট্রাম্পের মধ্যস্তাকারী হিসেবে তিনি পর্ন তারকা ড্যানিয়েলসেকে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন।
ট্রাম্পের আদালতের তারিখ ঘনিয়ে আসার সময় কোহেন প্রধান সংবাদভিত্তিক টিভি অনুষ্ঠানগুলোতে বহুবার উপস্থিত হয়েছিলেন এবং তার সাবেক কর্তার সমালোচনা করেছেলেন।
Posted ৫:৫৬ এএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।