| শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | 42 বার পঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- যুবলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মো. মাসুম বিল্লাহ (২৭) ও তার সহযোগী মো. জোবায়ের (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাদের ঢামেকে নিয়ে আসা বন্ধু নাঈম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের গোলাকান্দা ইউনিয়নের সাবেক সভাপতি বিদ্যুতের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যুবলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় মাসুম বিল্লাহ ও জোবায়ের গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়।
Posted ২:৩৭ এএম | শুক্রবার, ১২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।