| শুক্রবার, ১৬ জুন ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে বিশাল একটি এলাকা। এ সময় অন্তত তিনজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় টর্নেডোটি আঘাত হানে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের একাধিক অঙ্গরাজ্যের কয়েক লাখ মার্কিন নাগরিক ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রায়ই এসব রাজ্যে উচ্চ তাপমাত্রার পাশাপাশি বিপজ্জনক ঝড়, টর্নেডো, বজ্রঝড় এবং শিলাবৃষ্টির দেখা মিলছে।
Posted ১২:৪২ পিএম | শুক্রবার, ১৬ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।