| শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মালবাহী একটি ট্রেনে দমবন্ধ হয়ে ২ জন নিহত ও ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, অসুস্থ ব্যাক্তিদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। টেক্সাসের উভালডে শহরের পুলিশ এক বিবৃতিতে বলেছে, জরুরি নম্বর ৯১১ থেকে তাঁরা একটি ফোন পেয়েছেন। তাঁদের জানানো হয়েছিল, বেশ কয়েক অভিবাসী ট্রেনের ভেতরে দমবন্ধ অবস্থায় আটকা পড়ে আছেন। পুলিশ বলেছে, কমপক্ষে ১৫ অভিবাসীকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বর্ডার পুলিশ কর্মকর্তারা পরে ট্রেনটি থামানোর ব্যবস্থা করেন। উভালদে কাউন্টি থেকে পূর্ব দিকে কিনিপ্পা এলাকায় তাঁরা ট্রেনটি থামান। কর্মকর্তারা হেলিকপ্টার অবতরণের জন্য ওই এলাকা অস্থায়ীভাবে বন্ধ রেখেছেন।
Posted ৫:২৯ এএম | শনিবার, ২৫ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।