শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টিসিবিও চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো

  |   শনিবার, ১৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

টিসিবিও চিনির দাম কেজিতে ১০ টাকা বাড়ালো

ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি প্রতি মাসে একবার করে দেশের এক কোটি পরিবারের মধ্যে এক কেজি চিনি ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকে। এত দিন এ চিনির দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা। তবে নতুন দামে টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে মাসজুড়ে দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে টিসিবি। তবে ভোজ্য তেল ও মসুর ডালের মূল্য অপরিবর্তিত রয়েছে। শ‌নিবার এ তথ্য জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

দেশে মোট এক কোটি কার্ডধারী পরিবার জনপ্রতি ১১০ টাকা লিটার মূল্যে ২ লিটার তেল, ৭০ টাকা কেজি মূল্যে ২ কেজি মশুর ডাল ও ৭০ টাকা কেজি মূল্যে এক কেজি চিনিসহ মোট ৪৩০ টাকার পণ্য কিনতে পারবেন।

বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে টিসিবি গত ডিসেম্বরে মসুর ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছিল। তখন প্রতি কেজি ডালের দাম ৬৫ থেকে বাড়িয়ে করা হয় ৭০ টাকা, আর ৫৫ টাকার চিনির দাম হয় ৬০ টাকা। এখন সেটা ১০ টাকা বাড়ানো হলো। খোলাবাজারে অবশ্য চিনির দামে অস্থিরতা বিরাজ করছে।

বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চিনির দাম ১৪০ টাকা। যা গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত খোলা চিনির দাম ছিল ১১৫-১২০ টাকা কেজি। মে মাসের শুরু থেকেই দাম লাফিয়ে বাড়তে থাকে। এমনকি বাজারে চিনির সংকটও দেখা দেয়। তখন খুচরা ক্রেতাদের জন্য খোলা চিনির নির্ধারিত দাম ছিল প্রতি কেজি ১০৪ টাকা।

Facebook Comments Box

Posted ৩:০১ পিএম | শনিবার, ১৩ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।