| বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ব্যর্থ হওয়া এবং এতে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) মার্কিন ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার বাসিন্দা এবং সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি করেছে নিউইয়র্ক-ভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
মামলায় ইসরাইলকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।
Posted ৬:১৯ এএম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।