| বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন, তিন দিনের যুদ্ধ বিরতির অনুরোধ জানিয়েছে।রয়টার্সের খবরে বলা হয়, বাইডেন বলেন হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে এই বিরতি সাহায্য করবে।
এরা আগে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছিলেন দুই নেতা সোমবার তাদের কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় যুদ্ধে “কৌশলগত বিরতি” এবং সম্ভাব্য জিম্মি মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও, হামাসের হাতে আটক থাকা জিম্মিদের একটি চূড়ান্ত তালিকা করে, তিনদিনের যুদ্ধ বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতার একটি প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছে বলে জানিয়েছে রয়টার্স।
তবে হোয়াইট হাউস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ফোনালাপের বিষয়ে কোন মন্তব্য করেনি।
উল্লেখ্য গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গত এক মাসে এখন পর্যন্ত ১০ হাজারে অধিক ফিলিস্তিনি নিহত এবং গাজার দুই তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজায় জ্বালানি, পানি ও খাদ্যের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। ইসরায়েল একের পর এক গাজার আশ্রয় শিবির, হাসপাতাল, উপাসনালয়গুলোতে হামলার পর সারা বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
এছাড়া আরব বিশ্বের প্রতিনিধিরাও কথা বলা শুরু করেছে। এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হলো। এর আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন হামাস জিম্মিদের মুক্তি না দিলে কোনো যুদ্ধবিরতি হবে না।
Posted ৩:৪১ এএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।