খেলাধুলা ডেস্ক | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 16 বার পঠিত

নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ ভুলে বাংলাদেশ ফুটবল দল এখন ভারত বধের প্রস্তুতি শুরু করেছে। আগামী ১৮ নভেম্বরের হাই-ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে আজ (শনিবার) বিকেল সাড়ে চারটা থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে দলের এই অনুশীলনেও সব আলো যেন কেড়ে নিয়েছিলেন দেশের ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী।
অনুশীলন দেখতে স্টেডিয়ামে ভিড় জমানো ভক্তদেরও নিরাশ করেননি লেস্টার সিটির এই তারকা। অনুশীলনের ফাঁকেই এক ক্ষুদে ভক্তের আবদার মেটাতে তিনি নিজেই বনে যান ‘ফটোগ্রাফার’। ভক্তের ফোন হাতে নিয়ে তার ছবি তুলে দেন হাসিমুখে। আরেকজন ভক্ত নিয়ে আসেন তার নিজ হাতে আঁকা হামজার একটি ছবি। সেই ছবিটি হামজার হাতে তুলে দেওয়ার আবেগঘন মুহূর্তটিও ক্যামেরাবন্দী হয়।
নেপালের বিপক্ষে হামজার দর্শনীয় বাইসাইকেল কিকটি ফিফারও প্রশংসা কুড়িয়েছে। সেই ম্যাচে জয় না পাওয়ার হতাশা ভুলে এখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় পুরো দল। আগামী মঙ্গলবার রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
Posted ৪:৫১ পিএম | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।