শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কাল সারাদেশে সব পোশাক কারখানা খোলা থাকবে: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

কাল সারাদেশে সব পোশাক কারখানা খোলা থাকবে: বিজিএমইএ

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাল থেকে সারাদেশে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি এ সময় দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চান।

বিজিএমইএ সভাপতি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরোদমে চলবে সব পোশাক কারখানা।

কারখানায় নারী শ্রমিকের কম নিয়োগের বিষয়টিও সত্য না বলে দাবি করেন তিনি।

বিজিএমইএ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো সমন্বয় না থাকার কারণে তাদের সদস্যরা এখনো সক্রিয় না। তাই বহিরাগতরা এর সুযোগ নিয়ে কারখানাগুলোতে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। বিশেষ করে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন নতুন পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে।

যার প্রভাব পড়ছে শিল্পে।

আজ বুধবার পোশাকশ্রমিকেদের বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। সকাল সাড়ে আটটার দিকে বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকেরা চালু থাকা বিভিন্ন কারখানার সামনে এসে বিক্ষোভ করেন।  কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন তাঁরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে চাকরিপ্রত্যাশীরাও যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

এদিকে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা গার্মেন্টসকে অস্থিতিশীল করছেন তাদের পরিচয় জেনেছে সরকার। এখানে আওয়ামী লীগ, বিএনপি দুই দলের গোষ্ঠীই রয়েছেন। এদের বিরুদ্ধে আজকে (বুধবার) থেকে অ্যাকশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

Posted ৩:৩২ পিএম | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(107 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।