| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
ঈদের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) ব্যাংক-বীমা ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খুলছে। আজ থেকে ব্যাংক লেনদেন রোজার আগের সময়সূচি অনুযায়ী চলবে।
বাংলাদেশ ব্যাংকের আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটি শেষে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ঈদের আগেই জানিয়েছেন, ঈদের পরবর্তী ব্যাংকিং লেনদেন নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এদিকে, বীমা ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও অফিস চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
Posted ৫:২৩ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।