| বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। বৃহৎ এ ধর্মীয় জমায়েত নির্বিঘ্ন করতে দুই পর্বে আয়োজিত হচ্ছে । আগামী ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমা আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আয়োজনে থাকছেন ভারতের দিল্লির মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা।
দেশি-বিদেশি মুসল্লিরা গতকাল বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেছেন।
শুক্রবারা বাদ ফজর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরপর চলবে তিন দিনের ইজতেমার সব কার্যক্রম। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের ইজতেমা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিভাগ ১৪টি কন্ট্রোলরুম তৈরি করেছে। পুলিশের বিশেষ শাখা, অ্যান্টি টেররিজম ইউনিট, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌপুলিশ, অবজারভারভেশন টিম, র্যাবের হেলিকপ্টার টহল থাকবে। আখেরি মোনাজাত ও জুমার নামাজ যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে অংশ নিতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।
Posted ৪:০৬ এএম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।