বুধবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা করবে বিএনপি

  |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা করবে বিএনপি

দেশের সকল মহানগরী, জেলা শহর ও ইউনিয়নে তাদের সর্বশেষ সমন্বিত কর্মসূচির পর, প্রধান বিরোধী দল বিএনপি এবং সমমনা দলগুলো আগামী ২৫ ফেব্রুয়ারি ৬৪ টি জেলায় তাদের ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করবে।

১১টি মহানগরে আজকের পদযাত্রা করার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র নেতারা।

বিদ্যুত-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং কোনো শর্ত ছাড়াই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং দলের ১০ দাফা দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গতকাল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে দুটি পদযাত্রা কর্মসূচি হয়। আজ ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটসহ ১১টি মহানগরে পদযাত্রা কর্মসূচির আরেক পর্ব শেষ হয়েছে। এর মধ্যেই নতুন করে জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন, একই কমিটির অন্যরা নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় মোহাম্মদ শাহজাহান, গাজীপুরে এজেডএম জাহিদ হোসেন,  ফরিদপুরে শামসুজ্জামান দুুদু এবং রংপুরে যুগ্ম সহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মিছিলে নেতৃত্ব দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৪২ এএম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(164 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।