| শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার কাজ করছে। এখন নিভৃত গ্রামেও ওয়াইফাই নেটওয়ার্ক পাওয়া যায়। কেননা সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আমাদের অর্থনীতি হবে স্মার্ট, আমাদের কৃষি হবে স্মার্ট, আমাদের স্বাস্থ্য হবে স্মার্ট, আমাদের তৃণমূল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত জীবন হবে।
শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় উপস্থিত হয়ে ময়মনসিংহে ৭৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে এসব উন্নয়ন প্রকল্পের তালিকা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। এ মর্যাদা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
আগামীতে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভাগ হিসেবে সংশ্লিষ্ট সব উন্নয়নকাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখনই ক্ষমতায় এসেছি, দেশের উন্নয়ন করেছে। বিএনপি দেশেকে পিছিয়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাট ছাড়া বিএনপি আর কিছুই করেনি। দেশের গৃহহীন ও ভূমিহীন মানুষকে আমরা ঘর দিয়েছি। ইতিমধ্যে ৩৫ লাখ মানুষ ঘর পেয়েছে আরও ৪০ লাখ মানুষ ঘর পাবে। একটি মানুষও গৃহহীন থাকবে না।’
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম. ডা. দীপু মনি, শফিউল আলম নাদেল, মির্জা আজম, আহমদ হোসেন, অসিম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া, মারফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন-ধর্ম প্রতিমন্ত্রী মফিদুল হক খান দুলাল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম। যৌথভাবে সঞ্চালনা করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্ত।
Posted ১:০৭ পিএম | শনিবার, ১১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।