সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

হুমায়ূন আহমেদের গল্পে মিঠুন চক্রবর্তী

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে একটি সিনেমা। এতে কাজ করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা মানসমুকুল পাল। এতে মিঠুনের বিপরীতে কাজ করবেন বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমি। তবে সিনেমাটি হুমায়ূন আহমেদের কোন গল্প নিয়ে নির্মিত হবে, বা সিনেমার নাম কী হবে সে বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে দেননি নির্মাতা।

জানা গেছে, চিত্রনাট্য লেখার কাজ শুরু করার আগেই নির্মাতা আসবেন বাংলাদেশ ভ্রমণে। তিনি নিজে হুমায়ূন আহমেদের উপন্যাসে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখবেন। তারপরই চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন। 

এ প্রসঙ্গে নির্মাতা মানসমুকুল বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি, তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সে জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’ 

তিনি আরও জানান, সিনেমার অনেকটা শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে না। এ নির্মাতার হাতে বর্তমানে আরও তিনটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করে তবেই তিনি নতুন সিনেমার কাজে হাত দেবেন।

Facebook Comments Box

Posted ৭:৪৮ এএম | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।