| সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 130 বার পঠিত
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় পপতারকা কোস্টা টিচের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তার প্রকৃত নাম কনস্টান্টোস সোবানোগ্লা।
শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আল্ট্রা সাউথ আফ্রিকা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্মের সময় হঠাৎ স্টেজ ভেঙে পড়ে যান কোস্টা। মুহূর্তের মধ্যেই সবকিছু সামলে ফের পারফর্মে ব্যস্ত হয়ে পড়েন এ গায়ক।
তরুণ গায়কের মৃত্যুতে একটি বিবৃতি জানিয়েছে পরিবার থেকে। পপতারকার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়—দুঃখজনকভাবে আপনাদের জানাচ্ছি যে, আমার প্রিয় ছেলে, ভাই এবং নাতি কোস্টা টিচের মৃত্যু হয়েছে।
Posted ১২:২৯ এএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।