| বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 17 বার পঠিত
লাল কার্ডের কবলে পড়ে ১০ জনের দলে পরিণত হওয়ার রিয়াল সোসিয়েদাদকে উসমান দেম্বেলের নৈপুণ্যে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। বিরতির পর একমাত্র জয়সূচক গোলটি করেন বার্সার ফরাসি ফরোয়ার্ড।বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। যদিও খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি যুতসই সুযোগ তৈরি করেও গোল পায়নি বার্সা।
৪০তম মিনিটে বুসকেতসেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা।
Posted ১২:৩৯ এএম | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।