শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিঙ্গাপুরের বিমানবন্দরে রোবট পুলিশ মোতায়েন

  |   শুক্রবার, ২৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   36 বার পঠিত

সিঙ্গাপুরের বিমানবন্দরে রোবট পুলিশ মোতায়েন

দীর্ঘ সফল পরীক্ষা-নিরীক্ষার পর আন্তর্জাতিক বিমানবন্দরে টহলে পুলিশ রোবট মোতায়েন করেছে সিঙ্গাপুর পুলিশ। বিশ্বের অনেক দেশেই বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক প্রযুক্তি ব্যবহারের ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুরের কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিল।

দেশটির পত্রিকা স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে দুটি রোবট মোতায়েনের বিষয়টি জানিয়েছে।

চাকাভিত্তিক রোবটগুলোতে ক্যামেরা, সেন্সর, ডিসপ্লে প্যানেল ও সাইরেন যুক্ত রয়েছে। পুলিশ রোবটগুলো স্বাধীনভাবে বিমানবন্দরের লাউঞ্জে ঘুরে বেড়াবে। এ ছাড়া তার আশপাশে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্পিকারও রয়েছে। এতে যুক্ত মাইক্রোফোনের মাধ্যমে বিমানবন্দর ব্যবহার করা ব্যক্তিরা প্রয়োজনীয় সাহায্য চাইতে পারবেন।

বিমানবন্দর পুলিশ বিভাগের তত্ত্বাবধায়ক কর্মকর্তা লিম ওয়েই বলেছেন, ‘এই টহল রোবটগুলো আমাদের অফিসারদের পাশাপাশি স্বায়ত্তশাসিতভাবে আমাদের অতিরিক্ত চোখ হিসেবে কাজ করবে। রোবটিক্সের এই সংযুক্তি আমাদের ফ্রন্টলাইন অফিসারদের অপারেশনাল দক্ষতা ও সক্ষমতা বাড়াবে এবং তাদের দায়িত্বে আরও কার্যকর ভূমিকা পালনে সক্ষম করে তুলবে।’

পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা এই রোবটটি ভালোভাবে পুলিশি নজরদারির জন্য সবার ওপরে সংযুক্ত ক্যামেরার স্ট্যান্ডকে আরও লম্বা করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সম্প্রতি পুলিশি কাজে সহায়তার জন্য বেশ কয়েকটি রোবট তৈরিতে বড় অঙ্কের অর্থ খরচ করেছে। তবে এ অর্থ ব্যয়ের ঘটনায় স্বচ্ছতার অভাবের কারণে এনওয়াইপিডি ব্যাপক ক্ষোভের মুখে পড়ে।

Facebook Comments Box

Posted ৭:২৯ এএম | শুক্রবার, ২৩ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।