| মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 42 বার পঠিত
কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমে বলিউড তারকা কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের প্রস্তুতি নিয়ে নানা ধরনের খবর প্রচার হয়েছে। তাদের ভক্তরা বিয়ের খবর জানার জন্য উন্মুখ হয়েছিলেন।
অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (৭ ফেব্রুয়ারি) তারা সাত পাকে বাঁধা পড়লেন। বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা।
জানা যায়, এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে সিদ্ধার্থ বা কিয়ারা এখনো তাদের সামাজিক মাধ্যমে বিয়ের ছবি-তথ্য প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসবে।
এরআগে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়ারা -সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না, হোটেল স্টাফরা এ ঘোষণা আগেই দিয়েছিলেন। এমনকি বিয়ের কোনো ছবিও অতিথিরা সামাজিক মাধ্যেমে শেয়ার করতে পারবেন না বলেও জানানো হয়।
উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী অভিনীত সিনেমা ’শেরশাহ’ ২০২১ সালে মুক্তি পায়। বেশ কয়েক বছর ধরে দুই তারকা প্রেমের সম্পর্কে থাকলেও এই সিনেমা দিয়ে তারা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন।
Posted ৩:৩৬ পিএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।