মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সরকার নারী সমাজকে সাথে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে-প্রধানমন্ত্রী

  |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

সরকার নারী সমাজকে সাথে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার নারী সমাজকে সাথে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে

তিনি বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে এবং আমরা আরো এগিয়ে যাব। আমরা আমাদের সকল উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা করছি। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব।’

রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ভিত্তিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার এ দলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য।’

এ প্রসঙ্গে তিনি এইউডব্লিউ প্রতিনিধি দলকে এমন শিক্ষাক্রম প্রণয়ন করতে বলেন, যা শিক্ষার্থীদের উদ্যোক্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে।

তিনি বলেন, ‘শুধু সাধারণ শিক্ষা নয়, এমন শিক্ষা প্রদান করুন যা তাদের বেকারত্ব সৃষ্টির পরিবর্তে দক্ষ করে তুলবে।’

এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘যেকোনো দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য।’

তিনি সংক্ষিপ্তভাবে তার সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ইসলামের নামে নারীদের শিক্ষা বন্ধ করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বর্তমান আফগান সরকার জোর করে সে দেশের নারী শিক্ষা বন্ধ করে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পুরো বিশ্ব এটি প্রত্যক্ষ করছে, তবু কেউ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি বলেন, ‘ইসলাম একজন নারী (হযরত খাদিজা) দ্বারা শুরু হয়েছিল এবং ইসলাম কখনই নারী শিক্ষার প্রতিবন্ধক ছিল না। তাদের জন্য শিক্ষা বন্ধ করা মোটেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরো উল্লেখ করেন, ‘ইসলাম সর্বদা নারী ও পুরুষের সমান অধিকারকে পৃষ্ঠপোষকতা করে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে আসার সময় নারী নেতৃত্ব নিয়েও তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন তিনি।‘

রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার রোহিঙ্গা শিশুদের তাদের নিজ ভাষায় শিক্ষার ব্যবস্থা করেছে।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও এইউডব্লিউর ভিসি ড. রুবানা হক এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫২ পিএম | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(156 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।