শুক্রবার ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার কাজ করবে বার্ড

  |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার কাজ করবে বার্ড

মাইক্রোসফটের ছায়ায় বেড়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওপেন এআই সার্ভিস চ্যাটজিপিটিকে টেক্কা দিতে একই ধরনের চ্যাটবট সেবা চালু করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট।

সোমবার এক ব্লগ পোস্টে অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, তার কোম্পানি একটি কনভারসেশনাল এআই সার্ভিস চালু করতে যাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে বার্ড। কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এটিকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। সুন্দর পিচাই জানিয়েছেন, এআই সার্ভিস বার্ড হবে এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশন) ভিত্তিক। দুই বছর আগেই এটি চালু করেছিল গুগল।

বার্ড ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করবে। এটি ওয়েবে থাকা তথ্যের ভিত্তিতেই নিজেকে সাজাবে।

পিচাই আরও জানিয়েছেন, শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সংমিশ্রনেই কাজ করবে বার্ড। 

সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে চ্যাটজিপিট। টিকটক ও ইন্সটাগ্রামের মতো অ্যাপসকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে এটি। চালু করার দুই মাসের মধ্যেই এর সক্রিয় ব্যবহারকারী ছিল ১০০ মিলিয়ন। 

Facebook Comments Box

Posted ৯:১১ এএম | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।