সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রেকর্ড গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

রেকর্ড গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান করেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৯ উইকেটে ১৯৮ রান করা বাংলাদেশ হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ১৫১ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার ভারতের বিশাখাপত্তনমেতে টস জিতে প্রথমে ব্যাট করে সোবহানা মোস্তারির ৬২ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে অ্যালিসা হিল ও ফোবি লিচফিল্ডের ব্যাটিং তাণ্ডবে ২৪.৫ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তারা ওপেনিং জুটিতে ২০২ রান করেন। অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ২০টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি (১১৩*) করেন। ৭২ বলে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে ৮৪* রানের অনবদ্য ইনিংস খেলেন ফোবি লিচফিল্ড।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পরে যায় বাংলাদেশ। দলের হাল ধরেন সোবহানা মোস্তারি। সোবহানা মোস্তারির অনবদ্য ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১৮৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এর আগে ২০২২ সালের ২৫ মার্চ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে সর্বোচ্চ ১৩৫ রান করেছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ১৮৯ রান করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টের চলতি আসরে নিজেদের প্রথম চার খেলায় তিনটিতে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে টাইগ্রেসরা।

আজ নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।

তিনি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে  ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন। তার কাল্যাণেই ৯৪ রানে ৭ উইকেট পতনের পরও দুইশোর কাছাকাছি স্কোর গড়তে পারে বাংলাদেশ।

দলের হয়ে ৮০ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডিারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন সোবহানা মোস্তারি। ৫৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার রুবাইয়া হায়দার। এছাড়া ১৯ ও ১২ রানে ফেরেন শারমিন আক্তার আর অধিনায়ক নিগার সুলতানা।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে আজ অস্ট্রেলিয়া এবং ২০ ও ২৬ অক্টোবর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে বাংলাদেশকে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।