মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তেল বেচে সৌদি আরামকোর দ্বিগুণ লাভ

  |   সোমবার, ১৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   126 বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তেল বিক্রি করে গত বছর একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। রোববার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) তারা ৪ হাজার ৮৪০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ করেছে৷

গত বছর একই সময়ে সৌদি আরামকোর লাভ হয়েছিল ২ হাজার ৫৫০ কোটি ডলার। অর্থাৎ, এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে৷ এর আগে প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) আরামকোর লাভের পরিমাণ ছিল ৩ হাজার ৯৫০ কোটি ডলার৷

অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসেই ৮ হাজার ৭৯০ কোটি ডলার লাভ করেছে সৌদি আরামকো৷ গত বছর একই সময়ে তাদের লাভের পরিমাণ ছিল ৪ হাজার ৭২০ কোটি ডলার৷

করোনা মহামারির পর বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম জোরদার হওয়ায় তেলের চাহিদা বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গিয়েছিল৷ গত জুন মাসে রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল তেলের দাম৷ এরপর আবার কমলেও এখন পর্যন্ত তা ১০০ ডলারের আশপাশেই রয়েছে৷

সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎস আরামকো। সৌদি সরকার রাজস্ব আয়ের বিকল্প উৎসের সন্ধান করলেও এখন পর্যন্ত তেল-গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় তাদের। আরামকো প্রেসিডেন্ট আমিন নাসের আশা করছেন, চলতি দশকে তেলের চাহিদা আরও বাড়বে৷

Facebook Comments Box

Posted ৫:৩৭ পিএম | সোমবার, ১৫ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।