| মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 112 বার পঠিত
সোমবার যুক্তরাষ্ট্র বলেছে, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করছে।
স্টেট ডিপার্টমেন্ট-এর ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, “আজ দিনের প্রথম দিকে আমাদের ফরাসি এবং ব্রিটিশ মিত্ররা প্রকাশ্যে মূল্যায়নের প্রস্তাব দিয়েছিল যে, রাশিয়াকে ইরানের এই ইউএভি সরবরাহ করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১-এর লঙ্ঘন, এবং এর সাথে আমরা একমত।”
নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এমন আন্তর্জাতিক চুক্তিকে বিধিবদ্ধ করে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদে একটি রেজুলিউশন গৃহীত হয়েছিল।
“এটি আমাদের বিশ্বাস যে, ইরান থেকে রাশিয়ায় স্থানান্তরিত হওয়া এবং রাশিয়ার দ্বারা ইউক্রেন হামলায় ব্যবহৃত এই ইউএভিগুলো ২২৩১ এর অধীনে নিষিদ্ধ অস্ত্রসমূহের অন্যতম।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন বারবার বলেছে, রাশিয়া ইরানের শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে তাদের শহরগুলোতে হামলা করেছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জঁ-পিয়ের সাংবাদিকদের বলেছেন যে ইরানিরা “এ বিষয়ে সত্য বলছে না এবং ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার কথা অস্বীকার করছে।”
জঁ-পিয়ের বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করবে এবং “ইরানের পক্ষে রাশিয়ার কাছে এসব অস্ত্র বিক্রি কঠিন করে তুলবে।”
Posted ৫:৪৩ পিএম | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।