| শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একবছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে পোল্যান্ড সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো পোল্যান্ডে যাচ্ছেন বাইডেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন, থাকবেন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সফরকালে তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া পোল্যান্ড সফরে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর জোট বুখারেস্ট নাইনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জো বাইডেনের। এ বিষয়ে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক এবং ইউক্রেনকে সহায়তা দিতে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা বাইডেনের সফরে অগ্রাধিকার পাবে।
কারিন জ্যঁ-পিয়েরে আরও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাষণ দেবেন জো বাইডেন।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশ ছেড়ে যাওয়া উদ্বাস্তু এবং দেশটিকে পশ্চিমা সামরিক সহায়তা দেওয়ার অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড। গত বছরের মার্চে পোল্যান্ডে ঝটিকা সফরে গিয়েছেলেন জো বাইডেন। যদিও তিনি নিরাপত্তার কারণে ইউক্রেনে যাননি। গত বছরের মে মাসে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে সফর করেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন।
Posted ১:১০ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।