| শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 85 বার পঠিত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের দৈনিক প্রতিবেদনে বলা হয়, “বিদ্যুৎ উৎপাদন ও প্রবাহের উপর রাশিয়ার নির্বিচারে হামলা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলছে।”
তারা বলছে , “সামরিক লক্ষ্যবস্তুর চেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর অব্যাহত অগ্রাধিকার এটাই প্রমাণ করে, রাশিয়ার অভিপ্রায় হচ্ছে ইউক্রেনের বেসামরিক জনগনের মনোবলে আঘাত হানা।”
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেন, ইউক্রেনীয় বাহিনীদক্ষিণ ইউক্রেনের ৪০ টিরও বেশি শহর পুনরুদ্ধার করেছে। এদিকে রাশিয়া ঘোষণা করেছে যে তারা খেরসন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করছে।
বৃহস্পতিবার, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ইউনিটগুলো ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকিসি রেজনিকভ রয়টার্সকে বলেছেন, রুশ সেনাদের শহর ছাড়তে এক সপ্তাহ সময় লাগবে। মস্কোতে এখনও ৪০,০০০ সৈন্য রয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ বাহিনী শহর ও তার আশেপাশে অবস্থান করছে।
এদিকে, পেন্টাগন বৃহস্পতিবার ঘোষণা করেছে , যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৪০ কোটি ডলারের নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।
ইউক্রেনীয় বাহিনী খেরসনের দিকে এগিয়ে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এই অঞ্চলের জন্য নিযুক্ত গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ টেলিগ্রামে বলেছেন, “রাশিয়ার সৈন্যরা “জনসাধারণের সরঞ্জাম কেড়ে নিয়েছে, বিদ্যুতের লাইনগুলি ক্ষতিগ্রস্থ করেছে এবং তাদের পিছনে একটি ফাঁদ রেখে যেতে চেয়েছিল।”
রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা অস্বীকার করেছে।
তবে, মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে, এই সংঘাত হাজার হাজার লোককে হত্যা , লক্ষ লক্ষ লোককে বাস্তুচ্যুত এবং ইউক্রেনীয় শহর ও অবকাঠামো ধ্বংস করেছে।
অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, ইউরোপে ৭৬ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী রয়েছে, যার মধ্যে রাশিয়ায় ২৮ লাখ ৫০ হাজার শরণার্থী রয়েছে। এতে বলা হয়, ইউক্রেনের অভ্যন্তরে আরও ৭০ লাখ মানুষকে উৎখাত করা হয়েছে।
এই প্রতিবেদনে কিছু তথ্য এসেছে অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স এবং এফপি থেকে।
Posted ৬:০৭ পিএম | শনিবার, ১২ নভেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।