| শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, তিনি রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছেন। খবর এএফপির।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এলো।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, মেরিক গারল্যান্ড বলেন, আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।
তিনি আরো বলেন, এপ্রিলে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ান অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে। ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।
কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে। তিনি রাশিয়ান অলিগার্চদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত।
কোস্টিন বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবি টুইটারে পোস্ট করেন। সূত্র : বাসস।
Posted ৭:০১ এএম | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।