| শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত
রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বানেশ্বর-চারঘাট মহাসড়কে উপজেলার নাওদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার চিতলপুকুর এলাকার তজিবর রহমানের ছেলে মো. অনিক (১৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. মুরাদ (১৭)। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বানেশ্বর-চারঘাট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক অনিক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর অবস্থায় মুরাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Posted ৩:১৭ পিএম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।