শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো নুহাশের ’পেট কাটা ষ’

  |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   39 বার পঠিত

রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো নুহাশের ’পেট কাটা ষ’

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – এ অফিসিয়াল মনোনয়ন পেয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’।সিরিজের ১১০ মিনিটের সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছে নেদারল্যান্ডসের এই চলচ্চিত্র উৎসবে।

এরই মধ্যে উৎসবে যোগ দেয়ার জন্য পরিচালক নুহাশ হুমায়ূন ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি রটারড্যাম পৌঁছেছেন।

১ ফেব্রুয়ারি রটারড্যামের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ‘ষ’ এর প্রথম শো দেখানো হয়।

হেলেন ওয়েস্টরিক এর সঞ্চালনায় হল ভর্তি দর্শকের মধ্যে রিচালক নুহাশ হুমায়ূন ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিকে পরিচয় করিয়ে দেয়া হয় প্রাথমিক পর্বে।

সিনেমা শেষে দর্শকের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন রিচালক নুহাশ হুমায়ূন। সিনেমা দেখে দারুণ উচ্ছাস প্রকাশ করেছে সব দর্শক। পরিচালকের কাছে তাদের ভালোলাগার কথাও প্রকাশ করে।

’ষ’- এর স্ক্রিনিং শেষে সঞ্চালক হেলেন ওয়েস্টরিক স্মারকস্বরুপ ‘টাইগার’ রটারড্যামের লোগো ( আদতে যা চকলেট) নুহাশের হাতে তুলে দেন।

নুহাশ হুমায়ূন বলেন, ‘এটা আমার জন্য যেমন আনন্দের, দেশের জন্যও গৌরবের। বর্তমানে স্থানীয় কনটেন্ট বিশ্বের দর্শক যে গ্রহণ করছেন, এটা একটা বড় আশার বিষয়। আর পুরো সিনেমার মাঝে দর্শক খুবই ইন্টারেক্টিভ ছিল। উচ্ছাস প্রকাশ করছিল। যেখানে যেমন প্রতিক্রিয়া করার তেমন প্রতিক্রিয়া করছিল’।

’ষ’ এর পাশাপাশি বাংলাদেশের আরেকটি কনটেন্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শবনম’- এর দু’টি শো অনুষ্ঠিত হয়েছে এই ফেস্টিভ্যালে। পরিচালক ঋতু সাত্তার শো-এর সময় উপস্থিত ছিলেন। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ইউরোপের যতগুলো সম্মানজনক চলচ্চিত্র উৎসব রয়েছে, রটারড্যাম তার মধ্যে অন্যতম।

এবারের আয়োজনে প্রদর্শিত হবে ৭১টি দেশের ৪০০টির বেশি চলচ্চিত্র। ভৌতিক ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছিল চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেট কাটা ‘ষ’। যেখানে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মন্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, প্রীতম হাসান ও মাসুদা খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:০৯ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।