মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি: মার্কিন প্রেসিডেন্ট

  |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   20 বার পঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি: মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থার সঙ্গে চুক্তি করেছে এয়ার ইন্ডিয়া। আমেরিকার ঐ বহুজাতিক বিমান সংস্থার কাছ থেকে ২২০টি বোয়িং কিনবে টাটা গোষ্ঠী পরিচালিত সংস্থাটি। যে চুক্তির আর্থিক মূল্য ৩ হাজার ৪০০ কোটি ডলার। এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বোয়িং থেকে ১৯০টি ৭২৭ ম্যাক্স, ২০টি ৭৮৭ এবং ১০টি ৭৭৭এক্সএস মডেলের বিমান কিনবে বলে চুক্তি করেছে এয়ার ইন্ডিয়া। এর সঙ্গে তাদের কাছে আরো ৫০টি ৭২৭ ম্যাক্স এবং ২০টি ৭৮৭ মডেলের বিমান কেনার রাস্তাও খোলা রয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার মুদ্রার নিরিখে এই চুক্তিটি বোয়িংয়ের তৃতীয় বৃহত্তম। অন্যদিকে সংখ্যার নিরিখে তা দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গলবার একটি বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চুক্তিটি বাস্তবায়িত হলে আমেরিকার ৪৪টি প্রদেশে ১০ লাখের বেশি কর্মসংস্থানে সহায়ক হবে। মঙ্গলবার ফ্রান্সের থেকে ২৫০টি এয়ারবাস কেনারও চুক্তি করেছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের পর তা সম্পন্ন হয় বলে সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। একে ‘ভারত-ফ্রান্স মৈত্রীর নতুন প্রতীক’ আখ্যা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।