সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করলেন ফারুকী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   185 বার পঠিত

যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করলেন ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নতুন একটি সার্চ কমিটি গঠনের খবর জানিয়েছেন। রোববার রাতে সার্চ কমিটির তিন সদস্যের ছবি পোস্ট করেন তিনি।  এই উপদেষ্টা জানিয়েছেন, তাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, তরুণদের জন্য ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছিলেন ফারুকী।  তিনি গত বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন।  সাতটি কার্যক্রমের মধ্যে একটি ছিল ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই মোস্তফা সরয়ার ফারুকী স্পষ্ট ভাষায় বলেছেন, দৃশ্যমান পরিবর্তন আনতে চান তিনি। সে লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে সাতটি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে একটি হলো—‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। এর আওতায় দেশের আটটি বিভাগীয় শহরের ১০ জন করে মোট ৮০ জনকে করানো হবে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা।

পোস্টে ফারুকী লিখেন, লেখক এবং শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নুর, এবং আদনান আল রাজীবকে এক্সটারনাল এক্সপার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে একটা সার্চ কমিটি করা হয়েছে আজকে (রোববার)। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা এই কমিটির সভাপতি হিসেবে থাকছেন।  আপনারা জানেন আমাদের সাতটা প্রায়োরিটি প্রোগ্রামের একটা ‘রিমেম্বারিং মুনসুন রেভল্যুশন’। এর একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে আট বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা। যে ওয়ার্কশপগুলোর লক্ষ্য দুইটা- ১. প্রতি বিভাগে দশজন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার।  ২. এই আট ফিল্মমেকার একই সঙ্গে একটা করে ৪০ মিনিট দৈর্ঘের ছবি বানাবেন যে ছবিগুলো জুলাই মাসে রিমেম্বারিং মুনসুন রেভল্যুশন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে। পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসেবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা। 

তিনি আরও লিখেন, এই আটটা ওয়ার্কশপ কারা নেবেন এবং ভিজ্যুয়াল কনটেন্টগুলো কারা বানাবেন এটা নির্বাচন করার জন্য সার্চ কমিটি গঠিত হয়েছে। আট বিভাগের ভাই-বোনেরা, চোখ রাখুন ওয়ার্কশপের ঘোষণার জন্য। তার আগে চোখ রাখুন আপনার বিভাগে কে আসছেন জানতে। আশা করি সার্চ কমিটি দ্রুত বসে নির্বাচন সম্পন্ন করবেন। 

সংস্কৃতি উপদেষ্টা আরও লিখেন, আমি তাকিয়ে আছি আজ থেকে পাঁচ বছর পরে যেন এটা শুনতে পাই কোনো একজন ফিল্মমেকার হয়তো এসে আমার সঙ্গে দেখা করে বলবেন- ভাই, আমি একটা ছবি বানিয়েছি। আপনারা যে একটা ওয়ার্কশপ করেছিলেন অমুক বিভাগে, আমি ওইটাতে পারটিসিপেট করেছিলাম। আমি বিশ্বাস করি যে ৮০ জন ওয়ার্কশপ পার্টিসিপেন্টকে নিয়ে আটজন ফিল্মমেকার ওয়ার্কশপ করবেন- এই ৮০ জনের মধ্যে কমপক্ষে ৫০ জন নিজেরা ফিল্মমেকার হয়ে দাঁড়াবেন। এই আগুনটাই আমরা ছড়িয়ে দিতে চাই।  পাশাপাশি এটাও চাই আটজন ফিল্মমেকার যে আটটা ভিজ্যুয়াল কনটেন্ট বানাবেন সেই কন্টেন্টগুলো যেন দেশে এবং দেশের বাইরে আমাদের সময়ের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। সবাইকে ধন্যবাদ। অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।

Facebook Comments Box

Posted ৭:৫২ এএম | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।