| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
মেক্সিকোতে বিশ্ব ভালোবাসা দিবসে শত শত যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার মেক্সিকো রাজ্যে এ গণবিয়ের আয়োজন করা হয়।
রাজধানী মেক্সিকো সিটির উপকন্ঠে মেক্সিকো রাজ্যটির অবস্থান। এটি মেক্সিকোর ৩২ রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল। গত অক্টোবরে মেক্সিকো রাজ্যও সমলিঙ্গের বিয়ের অনুমোদন দেওয়া হয়। মেক্সিকোতে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া সবশেষ রাজ্য এটি। এর মধ্য দিয়ে পুুরো মেক্সিকোতেই সমকামী বিয়ে বৈধতা পায়।
এক পৌর কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার যতগুলো বিয়ে হয়েছে তার মধ্যে ৩৫টি সমকামী বিয়ে ছিল।
এক হাজার তরুণ-তরুণী এই বিয়ের আয়োজনে অংশ নেন। গণবিয়ের এই আনন্দে অংশ নিয়ে বেশ খুশি ২৪ বছর বয়সী সমকামী তরুনী সারাই ভারগাস। তিনি বলেন, ’আমাদের কাছে ১৪ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। কারন, এই দিনে আমাদের দেখা হয়েছিল।’ ২৭ বছর বয়সী ইয়াজমিন অ্যাকোস্টাকে বিয়ে করেছেন ভারগাস।
গণবিয়ের আয়োজনে অংশ নেওয়া যুগলদের চুলসজ্জা ও রূপসজ্জা ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।
Posted ৮:০৪ এএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।