মঙ্গলবার ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মিঠুনকে ঘিরে নায়িকার ঢল! মুম্বই থেকে মৌনী, বাংলার শুভশ্রী-শ্রাবন্তী

  |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   37 বার পঠিত

মিঠুনকে ঘিরে নায়িকার ঢল! মুম্বই থেকে মৌনী, বাংলার শুভশ্রী-শ্রাবন্তী

ডিআরআর স্টুডিয়োর বিকেল। সেট জমজমাট। চারিদিকে রকমারি আলো। সেটের মধ্যমণি মিঠুন চক্রবর্তী। মঞ্চে নানা বয়সের প্রতিযোগীর ভিড়। তার থেকেও বড় খবর, মিঠুনআবারও পুরনো মেজাজে! তাঁর জাঁকজমকে চোখ ঝলসে যাওয়ার জোগাড়। তাঁকে ঘিরে এখনও নায়িকা ঢল! মুম্বই থেকে মৌনী রায় উড়ে এসেছেন শুধু তাঁর জন্য। ছবির শ্যুটিং ছেড়ে মহাগুরুর কাছে রয়েছেন বাংলার শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মিঠুনের ছায়া হয়ে ফিরছেন অঙ্কুশ হাজরা। ব্যাপারটা কী? জমকালো সেটে ক্যামেরার চোখ রাখতে রাখতে পরিচালক অভিজিৎ সেন জানালেন, সবটাই জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-এর কেরামতি। যার হাত ধরে ১০ বছর পরে ছোট পর্দায় ফিরলেন মিঠুন।

শো-এর প্রচার পর্বে সেকথা সাড়ম্বরে ঘোষণাও করেছেন। বলেছেন, ‘‘মিঠুন থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ। তাই তোমাদের কাছে, নিজের চেনা ঘরে আবারও ফিরলাম। সেই মঞ্চ, সেই আলো, সেই তাল, সেই ছন্দ। যতই করি অ্যাকশন, ড্রামা রোমান্স…সবচেয়ে প্রিয় তোমার আমার ‘ডান্স বাংলা ডান্স’।’’ সেই সঙ্গে আরও একটি কথাও সেই সময়েই ঘুরেছিল, এ বছরের নাচের রিয়্যালিটি শো-তে নাকি নাও থাকতে পারেন গতবারের মতো চার গুরু!

সেটাই ঘটেছে। এবার আর দেবলীনা কুমার, সৌমিলি বিশ্বাস, ওম সাহানি, রিমঝিম গুপ্তকে আর দেখা যাবে না।

সঞ্চালনাতেও বদল। গতবার মাতিয়ে দিয়েছিল অঙ্কুশ-বিক্রম চট্টোপাধ্যায় জুটি। তাঁদের বন্ধুত্বের রসায়ন ছাপ ফেলেছিল ছোট পর্দাতেও। এবার সেই স্বাদও মিলবে না। কেন? আজকাল ডট ইনের তরফ থেকে প্রশ্ন ছিল পরিচালকের কাছে। অভিজিতের দাবি, ‘‘প্রত্যেকে ব্যস্ত। তার থেকেোও বড় কথা, স্বাদ বদলানো জরুরি হয়ে পড়েছিল। বদলে এবার মিঠুন চক্রবর্তী এসেছেন। শুভশ্রী, শ্রাবন্তীর সঙ্গে মৌনী থাকবে। চোখ জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’’

পরিচালকের কথা যে সত্যি বোঝা গেল স্টুডিয়োর সেটেই। তিন কন্যে তিন সাজে। মৌনী স্নিগ্ধ সাদা শাড়িতে। সঙ্গে মানানসই হিরের কাঁধছোঁয়া দুল। শুভশ্রী রাজকন্যে লাল শাড়িতে। মৌনির মতোই তাঁরও খোলা চুল। সঙ্গে মানানসই অলঙ্কার। শ্রাবন্তী চোখ ঝলসানো কালো পোশাকে। সঙ্গে মানানসই হিরের গয়না! শ্যুট থেকে ছুটি পেতেই তিন নায়িকা একমাথা। সেলফি তুলছেন কখনও। কখনও হাসিতে, ঠাট্টায় গড়িয়ে পড়ছেন। এঁদের প্রত্যেকের যোগ্য সঙ্গতদার অঙ্কুশ। সিরিজে, ছবিতে অভিনেতার বৃহস্পতি তুঙ্গে। ঝুলিতে আরও কাজ। তার মধ্যেই সময় দিয়েছেন সঞ্চালনার জন্য। দাবি, গত বছর থেকে সঞ্চালনার স্বাদ পেয়ে গিয়েছেন। সেই নেশা আর নাকি ছাড়তে পারছেন না! ১১ ফেব্রুয়ারি থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে  এই শো।

Facebook Comments Box

Posted ৩:১২ এএম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।