| শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 123 বার পঠিত
ভারতের দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর মা মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিনোদন বিষয়ক ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ইন্দিরা দেবী গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়ার আগে তাকে কিছু সময়ের জন্য ভেন্টিলেটরে রাখা হয়েছিল।
মহেশ বাবুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী এবং সুপারস্টার মহেশ বাবুর মা শ্রী ঘট্টামানেনি ইন্দিরা দেবী আজ সকালে মারা গেছেন। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে।
আরেক মেগাস্টার চিরঞ্জীবী মৃতের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, ‘ইন্দিরা দেবীর মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। আমি সুপারস্টার কৃষ্ণ, মহেশ বাবু এবং পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই।’
মহেশ বাবুর জন্য ২০২২ সাল বেশ কঠিনই যাচ্ছে। কারণ, চলতি বছরের জানুয়ারিতে তিনি ভাই ঘট্টামানেনি রমেশ বাবুকে হারান। লিভার সংক্রান্ত সমস্যার কারণে ৫৬ বছর বয়সে মারা যান রমেশ বাবু
Posted ৫:৩১ পিএম | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।