ওয়েলচ ১৯৬০-এর দশকে আন্তর্জাতিকভাবে একজন ‘সেক্স সিম্বল’ নায়িকা হয়ে ওঠেন। ১৯৬৬ সালের ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি’ চলচ্চিত্রে বিকিনি পরে অভিনয়ের জন্য আলোচনায় আসেন। এ ছাড়া তিনি ১৯৭৪ সালে ‘দ্য থ্রি মাস্কেটার্স’-এ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন।
১৯৬৪ সালে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। তখন তিনি ‘এ হাউস ইজ নট এ হোম’ এবং এলভিস প্রিসলি অভিনীত একটি মিউজিক্যাল রাউস্টাবাউটে ক্যামিও (সংক্ষিপ্ত সময়ের জন্য অভিনয়) করেছিলেন।
পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ওয়েলচ ৩০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এবং ৫০টি টেলিভিশন শো করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘লেডি ইন সিমেন্ট’, ‘মাইরা ব্রেকনরিজ’। এ ছাড়া টিভি নাটক ‘রাইট টু ডাই’ ইত্যাদি।