| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই দুঃসংবাদ জানিয়ে সতীশের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা অনুপম খের এই টুইট লেখেন, ‘আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনো ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেমে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’
তিনি বলেন কৌশিক যখন দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তখন তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তিনি ড্রাইভারকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে তিনি বুধবার দিবাগত রাত ১টার দিকে হার্ট অ্যাটাকের শিকার হন।
সতীশ কৌশিক মূলত কমেডি ধরনের চরিত্র করেই দর্শকদের মন জিতেছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্ম এ অভিনেতার। তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন বলিউডে। তবে এই সিনে দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
কৌশিক বলিউডে চলচ্চিত্র নির্মাণের জন্যও পরিচিত ছিলেন। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় কিছু হিট চলচ্চিত্র পরিচালনা করেছেন। যেমন সালমান খান অভিনীত, ‘তেরে নাম’ এবং কারিনা কাপুর খান ও তুষার কাপুর অভিনীত ‘মুঝে কুছ কেহনা হ্যায়’।
তার আকস্মিক মৃত্যুর খবরে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী শোক প্রকাশ করেছেন।
Posted ২:৫৪ পিএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।